বিকেলে বইমেলায় লোকজন তুলনামূলক কম থাকে। কিন্তু সন্ধ্যার পর পর ভিড় বাড়তে থাকে। এসময় বইয়ের বেচা-বিক্রিও কিছুটা বেড়ে যায় বলে জানালেন কয়েকজন প্রকাশক। ঢাকার রাস্তায় জ্যাম ঠেলে আসতে হয় বলেই হয়তো বিকেলের তুলনামূলক ভিড় বেড়ে যায়। দেশ পাবলিকেশন্সের ম্যানেজার আলমগীর হোসেন বললেন, বিকেলে লোকজন মেলায় আসেন কিন্তু লোকজনের উপস্থিতি সন্ধ্যার ঠিক পর পর কিছুটা বেশি বাড়ে। এর কারণ হিসেবে বললেন, লোকজন আসলে অফিস থেকে বইমেলায় আসেন কিংবা বাসা থেকেও অনেকে দুপুরের পরে বের হন। যার কারণে মেলায় পৌঁছতে সময় লেগে যায়৷ আলমগীর হোসেনের সাথে সুর মেলালেন হিরন্ময় হিমাংশু। হিমাংশু শুদ্ধ প্রকাশের কর্ণধার৷ বললেন, 'মানুষ আগেভাগেই মেলায় আসতে চাইলেও জ্যামের কারণে দেরিতে পৌঁছান।'মেলায় বই কিনতে আসা সুকুমার বললেন, আমার অফিস বনানীতে। অফিস চারটায় ছুটি হয়৷ মেলায় বিভিন্ন ধরনের বই কেনা হয় প্রতিবছরই। তাই কয়েবার মেলায় আসতেই হয়। চারটায় অফিস থেকে বেরোলেও মেলায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়।'বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশেই লোক সমাগম বেশি ঘটে৷ সন্ধ্যার পরপর তরুণ-তরুণীসহ সব বয়সী পাঠক ও দর্শনার্থীরা মেলায় ভিড় জমান, কেউ বই কেনেন, কেউ কেউ আড্ডায় মেতে ওঠেন।রাত ৯ টা বাজলেই মেলা সাঙ্গ হয়।